অগ্নিকাণ্ডের শিকার ইতালীয় যাত্রীবাহী জাহাজ, নিহত এক
প্রকাশিত হয়েছে : ১০:২৫:০৩,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: গ্রিসে কর্ফু দ্বীপের অদূরে একটি ইতালীয় যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩শ’ ৫৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে এখনো উদ্ধারের অপেক্ষায় আছেন ১২০ জন যাত্রী।
রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে উদ্ধারকৃত এক তুর্কি যাত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জাহাজটিতে আরো অনেক নিথর দেহ পড়ে থাকতে দেখেছেন।
ইতালিয়ান নৌবাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তিটি গ্রিসের নাগরিক। তার আহত স্ত্রীকে জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে।
ওই ব্যক্তি কীভাবে নিহত হয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। তবে তাকে আর তার স্ত্রীকে লাইফবোটে আটকা থাকা অবস্থায় পাওয়া গেছে।
এদিকে প্রথম উদ্ধারকারী জাহাজটি ৪৯ জন যাত্রী নিয়ে ইতালির বারি বন্দরে সোমবার সকালে ভিড়েছে।
প্রসঙ্গত, রোববার নরম্যান আটলান্টিক নামের ওই যাত্রীবাহী জাহাজটিতে গ্রিসের পাত্রাস থেকে ইতালির আনকোনায় যাওয়ার পথে কর্ফু দ্বীপের অদূরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় নামের ওই জাহাজটিতে ৪৬৬ জন আরোহীর পাশাপাশি ২২২টি যানবাহন ছিলো। আরোহীদের মধ্যে ৪১১ জন যাত্রী ও ৫৫ জন ক্রু।
গ্রিসের কোস্টগার্ড সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কর্ফু দ্বীপের ৪৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানের সময় জাহাজটি থেকে জরুরি সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়। এ সময় জাহাজটির নিচের ডেকে আগুন লেগেছে বলে জানানো হয়।