‘আমাকে বোমা মারুন’
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৪৮,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
আমি জানতে চাই, খালেদা জিয়ার শত্রু কে? যদি আ’লীগ হয়ে থাকে তাহলে সরকারের একজন মন্ত্রী হিসেবে আমাকে বোমা মারুন। তবুও সাধারণ মানুষকে পুড়িয়ে মারবেন না। খালেদাকে জিয়াকে উদ্দেশে করে এ কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শনিবার বেলা সাড়ে ১১টায় মিরসরাই মীর কমিউনিটি সেন্টারে স্বাধীনতাভিত্তিক স্কুল কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি এখনো দেশ বিরোধী চক্রান্ত চালাচ্ছে। চলমান পরিস্থিতিতে ১২১ জন নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। এ সময় সেখানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার কবির আহম্মদ, ডেপুটি কমান্ডার আবুল হাসেম, ফজলুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সম্পাদক জাহাঙ্গির কবির, ডা. জামসেদ আলম, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, শিক্ষা ইনেসট্রাকটর মো. আবু তাহের, সহকারী অফিসার মোহাম্মদ হাসান, সহকারী অধ্যাপক শাহিনা ইসলাম, কামরুন নাহার প্রমুখ।