হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ১০:২৭:০৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
হেলসিঙ্কি: ফিনল্যাণ্ড এর রাজধানী হেলসিঙ্কিতে শীতের আমেজের সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। বাংলাদেশী মহিলা সমিতি ফিনল্যাণ্ড এ পিঠা মেলার আয়োজন করে। শনিবার অনুষ্ঠিত মেলায় মহিলা সমিতির সদস্যরা পিঠার স্টল দেয়।এতে নানা রকম দেশী পিঠার পসরা সাজিয়ে বসেন বাংলাদেশী রমনীরা।

স্থানীয় সময় দুপুর বারোটায় শুরু হয়ে রাত আটটায় মেলার সমাপ্তি হয়। হেলসিঙ্কির একটি মিলনায়তনে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়। সবার জন্য উন্মুক্ত এ মেলায় ফিনল্যাণ্ড এর বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করতে দেখা যায়। মেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







