সিলেটে রোববার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:২৫,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর মামলা দায়ের ও হত্যা, গুম ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে এ তথ্যা জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট বিভাগে ২০ দলীয় জোটের ডাকা হরতাল মিছিল-সমাবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।