মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৪৭ সেনা নিহত
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫৪,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৪৭ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে শুক্রবার সকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, উত্তরাঞ্চলের শান রাজ্যে কোক্যাঙ চাইনিজ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দুই সৈন্য নিহত হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি থেকে অবস্থা আরও সংকটময় হয়ে পড়ে। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৭ সৈন্য নিহত ও ৭৩ সৈন্য আহত হন। এছাড়া, বিদ্রোহীরা পাঁচটি সামরিক যান ধ্বংস করে দেয়। এ ঘটনায় অবশ্য সরকার বা বিদ্রোহী পক্ষের কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি।