পাকিস্তানে বিমান হামলায় সন্দেহভাজন নিহত ১৩
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪৮,অপরাহ্ন ২০ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত দাত্তাখেল এলাকায় এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসনস (আইএসপিআর)। খবর ডন নিউজের।
খবরে বলা হয়, বিমান হামলায় জঙ্গিদের ৫টি আস্তানাও ধ্বংস হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দেশটিতে অবস্থানকারী দেশি ও বিদেশি জঙ্গিদের হঠাতে ২০১৪ সাল থেকে ‘জারব-আই-আযব’ নামে অভিযান চালিয়ে আসছে। উপজাতি অধ্যুষিত পাকিস্তানের এ অঞ্চলটি আফগানিস্তানের সীমান্তে অবস্থিত।