গুগলের কাছে সাড়ে ৩৪ কোটি অনুরোধ জমা!
প্রকাশিত হয়েছে : ৯:২৫:২১,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: ২০১৪ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কাছে পাইরেটেড কন্টেন্ট মুছে ফেলার জন্য সাড়ে ৩৪ কোটি অনুরোধ জমা পড়েছে। এ অনুরোধগুলোকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে গুগল ইনকর্পোরেশন। বিশ্বজুড়ে গ্রন্থস্বত্ব সংরক্ষণকারীরা ৩৪৫টিরও বেশি ওয়েব লিংক বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন গুগলকে। ২০১৩ সালের তুলনায় এ সংখ্যা ৭৫ শতাংশ বেশি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। পাইরেটেড কন্টেন্ট সরিয়ে ফেলার জন্য গুগল এখন প্রতিদিন ১০ লক্ষাধিক অনুরোধ পাচ্ছে এবং এ অনুরোধকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে সংস্থাটি
২০০৭ সালে এ জাতীয় মাত্র ১৭৭টি অনুরোধ পেয়েছিল গুগল ইনকর্পোরেশন। ২০০৮ সালে সে সংখ্যা নেমে ৬২-তে দাঁড়িয়েছিল। অবিশ্বাস্যভাবে, খুব অল্প সময়ের ব্যবধানে এ ধরনের অনুরোধের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। সার্চ ইঞ্জিন গুগলের সহায়তা নিয়ে মানুষ আগের চেয়ে পাইরেসির বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার।
৩৪৫টি ওয়েব লিংক হিটলিস্টের তালিকায় রয়েছে। সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছিল ফোরশেয়ার্ড ডট কম, র্যাপিডগেইটর ডট নেট ও আপলোডেড ডট নেটকে। যারা গ্রন্থস্বত্ব সংরক্ষণ করেন, গত বছর এ ধরনের ৫০ লক্ষাধিক মানুষ এ ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন।