গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১:১৮:০০,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আত্মহননকারী শাহীন আহমেদ উপজেলার মিত্রিমহল গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ও স্থানীয় পিয়াইনগুল হাজী কলিম উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় শাহীন তার নিজের কক্ষে পড়তে বসে। রাত দশটায় খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ভেতর থেকে কোন সারা না পেয়ে দরজা ভেঙ্গে তার কক্ষে প্রবেশ করে বৈদ্যতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় শাহীনের লাশ দেখতে পায়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই সুব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শণ করে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শনিবার গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ আব্দুল হাই।