হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:১০,অপরাহ্ন ০৮ জুলাই ২০২৩
দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। রাজধানীর দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোয় এখন ডেঙ্গু রোগীর ভিড়। অন্যদিকে উত্তর সিটির রোগীর চিত্র কিছুটা ভিন্ন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালের গত বুধবার থেকে গতকাল শুক্রবার—এই তিন দিনের চিত্র।