‘সবার জন্যে সমান সুযোগ রেখেই সিটি নির্বাচন’
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৪৫,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
সবার জন্য সমান সুযোগ সুবিধা রেখেই সিটি কর্পোরেশন নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। রবিবার দুপুরে যশোর মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকারের আমলে আগেও নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। সরকার কোথাও হস্তক্ষেপ করেনি। এবারও করবে না।
তিনি আরও বলেন, নির্বাচন এলেই ২০ দল নানা অনিয়মের অভিযোগ উত্থাপন করে। অথচ অপরাধ তারাই করছে।এছাড়া হরতাল অবরোধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেছে তারা। সেজন্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের কোনও সম্পর্ক নেই।
এর আগে তিনি যশোর মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে কলেজের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, যশোর ৩ সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এএইচএম মাহবুব উল মওলা চৌধুরীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।