ঝুঁকিপূর্ণ শিশুদের বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে: মহাপরিচালক,সমাজসেবা অধিদপ্তর
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪৩,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রত্যেক শিশুর সুন্দর ভাবে বাঁচার অধিকার আছে।কিন্তু সামাজিক অস্থিরতার জন্য শিশুদের বিশাল একটি অংশ সুস্থ বিকাশ থেকে বঞ্ছিত হচ্ছে।এই শিশুদের জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার ও বেসরকারী সংগঠন সবাইকে একসাথে কাজ করে যেতে হব।স্কার কার্যালয়ে(মেয়ে) অর্গনাইজেশান ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট সাইটির(ও.ডি.এম.এস)প্রশিক্ষণ কর্মসূচী উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান এই কথা বলেন।
ও.ডি.এম.এস চেয়ারম্যান ড.এ.এন.এম.আব্দুল মোক্তাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরএর উপ পরিচালক জনাব বন্দনা দাশ,চ.বি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফিরোজা খানম,স্কার প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সরোয়ার হোসেন, সমাজসেবা অফিসার কামরুল পাশা,ওয়াহিদুর রহমান, ও.ডি.এম.এস সম্পাদক মতিউর রহমান চৌধূরী,অর্থ সম্পাদক হুমায়ুন কবির,সদস্য শাকির হোসেন,সদস্য রবিন মজুমদার,সদস্য ইয়াছিন।সভাপতির বক্তব্যে ড.এ.এন.এম.আব্দুল মোক্তাদের বলেন ও.ডি.এম.এস শিশুদের পরিচর্যার বিষয়ে যত্নশিল।আমাদের অঙ্গীকার একটি শিশু একটি স্বপ্ন ।