৭ ঘন্টা পর ফের সিলেট-ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল শুরু
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:১৮,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: কুমিল্লায় ট্রেনের বগি লাইচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কুমিল্লার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি স্থানে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
লাকসাম রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলভ্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘণ্টা উদ্ধার কাজ শেষ করে।
পরে বিকেল পৌনে ৪টায় আবার চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচলা স্বাভাবিক হয়।