৩৬০ ডিগ্রি কোণে গুগল স্ট্রিট ভিউ
প্রকাশিত হয়েছে : ১২:৪০:৪০,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: প্রথমবারের মতো গুগল ম্যাপে বাংলাদেশের স্ট্রিট ভিউ বা পথচিত্র দেখার সুযোগ এনে দিয়েছে। এই উদ্যোগে সহায়তা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ-টু-আই) কর্মসূচি। ফলে সারা বিশ্বের মানুষ গুগল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ট্যুরের মাধ্যমে বাংলাদেশের স্ট্রিট ভিউ বা পথচিত্র দেখতে পারবেন।
এ নিয়ে গুগল ম্যাপে পথচিত্র দেখা যায় এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশ হলো ৬৫তম দেশ। এর ফলে যাঁদের ইন্টারনেট কানেকশন বা সংযোগ আছে তাঁদের মধ্যে যে কেউই চাইলে রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামের রাস্তাসমূহসহ ৪২টি গুরুত্বপূর্ণ স্থাপনা-জায়গার চিত্র ৩৬০ ডিগ্রি কোণে বা প্যানোরমায় অর্থাৎ একেবারে অলিগলি বিস্তৃত পরিসরে দেখতে পারবেন।
কোনো জায়গার স্ট্রিট ভিউ বা রাস্তার চিত্র দেখতে হলে ম্যাপ বা মানচিত্রের একেবারে ডানদিকে নিচে গিয়ে অরেঞ্জ বা কমলা রঙের ‘পেগম্যান’ এর ওপর ক্লিক করতে হবে। সেখানেই নীল রঙে ওই রাস্তাটি দেখা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনেও গুগল ম্যাপ সার্চ করেও সরাসরি কাঙ্ক্ষিত পথচিত্র দেখা যাবে।
গুগলের এই সুবিধা চালুর ফলে যে কেউই গুগল ম্যাপ দেখে যেমন অনায়াসে পরিচিত ও অপরিচিত রাস্তা ধরে গাড়ি চালিয়ে কাজের জায়গা বা সভাস্থলে পৌঁছানোর পাশাপাশি নিজ শহরের রাস্তাঘাট সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারবেন।
গুগল বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং উইয়ারেবল ব্যাকপ্যাকও চালু করেছে। এরফলে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে। আর স্ট্রিট ভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরও অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে; যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন।
এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে; যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং সবার উপকার হয়। গুগল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিট ভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে। অর্থাৎ গুগল ম্যাপে মানুষের চেহারা চেনা ও গাড়ির নম্বর প্লেট স্পষ্টভাবে বুঝা যাবে না। এছাড়াও গুগল ম্যাপে দেওয়া স্ট্রিট ভিউ বা পথচিত্রে উপস্থাপিত কারো ছবি যদি আরো ঘোলাটে বা অস্পষ্ট করার অনুরোধ জানান কেউ সে অনুযায়ী কাজ করবে গুগল।
গুগল ম্যাপের স্ট্রিট ভিউ সম্পর্কে আরো বিস্তারিত ওয়েবসাইট বিজিট করুন: www.google.com/maps/about/behind-the-scenes/streetview/