২ বছরের শিশুর গুলিতে মা নিহত
প্রকাশিত হয়েছে : ৯:১২:২৮,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের আইদাহো প্রদেশে দুর্ঘটনাবশত দুই বছরের শিশুর ছোঁড়া গুলিতে এক মা নিহত হয়েছে।
মায়ের হাতব্যাগে থাকা ছোট হাতবন্দুক দিয়ে দুর্ঘটনাবশত গুলি ছোড়ে দুই বছর বয়সী এক ছেলেশিশু। সন্তানের ছোড়া সেই গুলিতেই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৯ বছর বয়সী নারীর।
১০টা ২০ মিনিটে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইদাহো রাজ্যের হেইডেনে ওয়ালমার্টের এক বিক্রয়কেন্দ্রে সকাল এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এপি’র।
স্থানীয় শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, নিহত নারীর নাম ভেরোনিকা জে রুটলেজ। ঘটনার দিন তার সঙ্গে দুই বছর বয়সী সন্তানসহ আরও তিন শিশু ছিল।
ঘটনার সময় শিশুসহ ওই নারী বিক্রয়কেন্দ্রের ইলেক্ট্রনিক্স এরিয়ার পেছনের দিকে ছিলেন।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা গেছে, দুর্ঘটনাবশত গুলিটি ছোড়া হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুটলেজের গুপ্তভাবে অস্ত্র রাখার অনুমতি ছিল।