২ দিনের রিমান্ডে দুদু
প্রকাশিত হয়েছে : ৭:০৩:৫১,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানী মিরপুর মডেল থানায় দায়ের হওয়া গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার মেট্রোপলিটন আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুদুর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
এর আগে পাঁচদিনের রিমান্ডে নিয়ে দুদুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত ১৮ জানুয়ারি ওই রিমান্ড শেষ হয়।
গত ১১ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্তোরাঁ থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। ওইদিনই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দুদুর বিরুদ্ধে এ মামলাটি করে পুলিশ।