২৭ এপ্রিল মির্জা আব্বাসের জামিন শুনানি
প্রকাশিত হয়েছে : ৭:০০:০৮,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন শুনানি পিছিয়েছে হাইকোর্ট। আগামী ২৭ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার মির্জা অাব্বাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।
এসময় মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
গত ১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। তবে পরের দিন নতুন বেঞ্চে এই জামিন আবেদন করেন অাব্বাসের আইনজীবীরা। ২০১৪ সালের ৬ মার্চ দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।
এদিকে, অপর দুটি নাশকতার মামলায় এর আগের দিনই দ্বিধা-বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। ফলে তৃতীয় বিচারপতির বেঞ্চে এ বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতারের আশঙ্কায় আত্মগোপনেই থাকতে হচ্ছে এই বিএনপি নেতাকে।