২০ দলীয় জোটের ৭২ ঘন্টার হরতাল চলছে : সিলেটে হরতাল বিরোধী মিছিল
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৩৬,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল বুধবার সকাল ৬টা পর্যন্ত পালিত হবে।
সকাল থেকে সিলেট নগরীতে ২০ দলের নেতাকর্মীদের কোন তৎপরতা দেখা না গেলেও নগরীতে হরতাল বিরুধী মিছিল করেছে ব্যবসায়ীদের একটি গ্রুপ। বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি জেলরোড পয়েন্ট থেকে জিন্দাবার হয়ে মির্জাজাঙ্গাল পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা শুভা পায়।
তাছাড়া হরতাল-অবরোধের সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি ২০ দলীয় জোট নেতাকর্মীদের। নগরে হালকা রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করছে। দোকানপাট বন্ধ রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে।
এদিকে হরতাল-অবরোধকে ঘিরে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম সার্বক্ষণিক নগরে টহল অব্যাহত রেখেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) জেদান আল মুসা বলেন, এখন পর্যন্ত কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। যেকোন ধরণের নাশকতা কঠোর ভাবে দমন করতে আইনশংঙ্খলা রক্ষাকারীবাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার থেকে ৭২ ঘন্টার এ হরতালের আহবান করা হয়।