২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনে সিলেটে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৩৩,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রোববার ভোর ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২০ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের আজ শেষ দিন। সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ মিছিল লক্ষ করে গুলি ছুড়ে।
জানা যায়, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে শুরুতে সকাল ৯টার দিকে নগরীর মজুমদারী এলাকায় শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে । মিছিলটি বিমান অফিস এলাকায় আসার পর পুলিশ বাধা দেয়। এতে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এক পার্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ গুলি ছুঁড়ে। এ সময় শিবির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। একপর্যায়ে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবরোধ ও হরতাল সমর্থনকারীরা আবারো মিছিল নিয়ে বের হতে পারে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম।
এদিকে, নগরীর জেলরোড এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বন্দরবাজারে পৌঁছলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে নেতাকর্মীরা সটকে পড়েন। হরতালের সমর্থনে নগরীর খাসদবির, শাহী ঈদগাহ ও বালুচর এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
এছাড়াও সোমবার সকালে নগরীর আম্বরখানা খাসদবীর এলাকায় পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে ছাত্র শিবির। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আম্বরখানা বা খাসদবীর এলাকায় এরকম কোন ঘটনা ঘটেনি। সর্বত্র শান্ত পরিবেশ বিরাজ করছে।
হরতালের দ্বিতীয় দিন বেলা বাড়ার সাথে সাথে নগরীতে গাড়ির চাপ বাড়তে থাকে। এ সময় আম্বরখানা, জিন্দাবাজার সহ নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটের দৃশ্য চোখে পড়ে। বেলা ১২টার দিকে জিন্দাবাজার পয়েন্টে দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। তবে হরতালে অন্যদিনের মত নগরীর দোকানপাট বন্ধ রয়েছে।
হরতালে সব ধরণের নাশকতা এড়াতে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
উল্লেখ্য, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল স্বত:স্ফুর্তভাবে পালনের ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট। গত শনিবার দুপুরে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।