‘২০১৯ সাল পর্যন্ত টানা হরতাল ঘোষণা দেন’
প্রকাশিত হয়েছে : ৫:০১:৩১,অপরাহ্ন ১২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, সপ্তাহে দু’বার হরতালের ঘোষণা না দিয়ে ২০১৯ সাল পর্যন্ত টানা হরতালের ঘোষণা দেন। বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে শওকত চৌধুরীর এক সম্পূর্ক মন্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী কথা বলেন।
এর আগে সংসদ সদস্য শওকত চৌধুরী বলেন, দেশে সপ্তাহে দুবার হরতালের ঘোষণা দেওয়ার এক নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। আমি বলবো, এভাবে হরতাল না দিয়ে টানা ২০১৯ সাল পর্যন্ত হরতালের ঘোষণা কেনো দিচ্ছেনা বিএনপি?
শওকত চৌধুরীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এমন প্রশ্ন আমাকে না করে বিএনপির নেত্রীকে করলেই ভালো হতো। আমিও বলবো, এভাবে সপ্তাহে দুই দিন করে হরতালের ঘোষণা না দিয়ে টানা হরতাল ঘোষণা দিলেই তো কষ্ট কমে যায়।