২০১৫ ক্রিকেট বিশ্বকাপ : বাংলাদেশ বনাম আফগানিস্তান
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:০৭,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে আগামী ২৪ জানুয়ারি দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এবারের ১১তম বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচের মধ্যে দিয়ে মাঠে গড়াবে আসরটি। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ার্ম-আপ ম্যাচ।
আইসিসির সূচি অনুসারে সিডনিতে ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ১২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
পুল ‘এ’ তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। আসরের সপ্তম এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ ফেব্রুয়ারি টাইগাররা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্রিসবেনের এ ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আর তৃতীয় ম্যাচে লাল-সবুজরা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। একই সময়ে হওয়া এ ম্যাচটি মেলবোর্নে অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।
নিজেদের চতুর্থ ম্যাচে মাশরাফিরা মাঠে নামবে মার্চ মাসে। মার্চের ৫ তারিখে তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। নেলসনের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। পঞ্চম ম্যাচে সাকিব-তামিমদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ৯ মার্চ ইংলিশদের বিপক্ষে এ ম্যাচটি হবে অ্যাডিলেডে। আর তা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুশফিকরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। ১৩ মার্চ কিউইদের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সময় সকাল ৭ টায় হ্যামিলটনের মাঠে নামবে টাইগাররা।
১৫ মার্চ পর্যন্ত আসরের গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ সম্পন্ন হবে। ১৮ মার্চ থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।