২০১৪ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত
প্রকাশিত হয়েছে : ৮:১৭:০৩,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৪ সালে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন ১২৮ সাংবাদিক। সোমবার প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামের একটি সংগঠন এ তথ্য প্রকাশ করেছে।
এ বছর সারা বিশ্বে সাংবাদিক নিহত হওয়া স্থানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে গাজার নাম। সম্প্রতি হামাস ও ইসরায়েলী সেনাবাহিনীর মধ্যে ৫০ দিনের যে যুদ্ধ সংঘটিত হয় তাতে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। সেখানে নিহত হয়েছেন ১৩ জন। এরপর পাকিস্তানে নিহত হয়েছেন ১২ জন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইরাকের নাম। দেশটিতে ২০১৪ সালে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসলামিক স্টেট যোদ্ধাদের উত্থানের পরই ইরাকে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছে।
এ ছাড়া ইউক্রেনে নিহত হয়েছেন ৯ জন সাংবাদিক। এর মধ্যে চারজনই রাশিয়ার। তুরস্কের নামও ওই তালিকায় স্থান পেয়েছে। দেশটিতে নিহত হয়েছেন দুইজন সাংবাদিক।
অন্যদিকে, ২০১৪ সালে মধ্যপ্রাচ্য ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর এশিয়ায় ৩১ জন, ল্যাটিন আমেরিকায় ২৭ জন, সাব-সাহারান আফ্রিকায় ১৪ জন এবং ইউরোপে নিহত হয়েছেন ১০ জন সাংবাদিক।
প্রেস এমব্লেম ক্যাম্পেইন তাদের প্রতিবেদনে আরো বলেছে, বিগত পাঁচ বছরে বিশ্বে ৬১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা বছরের হিসাবে গড়ে ১২৩ জন কিংবা সপ্তাহে ২ দশমিক ৪ জন।
গত পাঁচ বছরে সাংবাদিকদের জন্য ভয়ংকর পাঁচটি দেশ ছিল সিরিয়া, পাকিস্তান, মেক্সিকো, ইরাক ও সোমালিয়া।