১৪ দিনের জেল হেফাজতে সালাহ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:১৭,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের জেল হেফাজতে দিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত। আজ বুধবার বিকেলে তাকে শিলং জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক কে এম এল নোংভি শুনানি শেষে এই আদেশ দেন।
স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে সালাহ উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। সোয়া ৩টায় বিচারক এজলাসে বসেন। পুলিশের পক্ষে কোনও আবেদন করা হয়নি। আসামিপক্ষের আইনজীবী এস পি মহন্ত ও অনি আগারওয়াল সালাহ উদ্দিনকে বিচারিক হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) নেওয়ার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিচারক রুটিন চেকআপ শেষে ১৪ দিনের বিচারিক হেফাজতে নেওয়ার আদেশ দেন।
সালাহ উদ্দিন আহমেদের পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী এস পি মহন্ত। সালাহ উদ্দিনের বিরুদ্ধে ভারতে বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগ এনেছে মেঘালয় পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতাল কর্তৃপক্ষ সালাহ উদ্দিনকে ছাড়পত্র দেয়। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ হাসপাতালের পরিচালক এজি আহাঙ্গার বলেন, ‘সালাহ উদ্দিনকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। চিকিৎসক দল তাকে পরীক্ষার পর হাসপাতাল ত্যাগের উপযুক্ত বলে মতামত দেয়। এরপর আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।’
মেঘালয়ের খাসি হিলস ডিস্ট্রিকটের পুলিশ কর্মকর্তা এম খারখারাং বলেন, ‘আমরা ইতোমধ্যে তাকে অনুপ্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। আমরা তাকে নির্ধারিত ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করেছি আজ।’
গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ।
এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার শিলংয়ের একটি আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।