১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন গ্রহণে হাইকোর্টের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৭,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে ১৩ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী সোহরাব হোসেনের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।