১০ ঘন্টার অধিক সময় বিদ্যুতবিহীন সিলেট নগরী
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:০২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ঝড়ো হাওয়ার কারণে ত্রুটি দেখা দেওয়ায় সিলেট নগরী আজ বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুতবিহীন ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমারগাঁও সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল লাল মোহন্ত জানান, বৃহস্পতিবার ভোর থেকে সিলেট নগরীর উপর দিয়ে ঝড়ো বাতাস বইছিল। এ সময় কুমারগাঁও সাব-স্টেশনের ‘সিটি প্লেসে’ আগুন ধরে যায়। বেশ কয়েকবার শর্টসার্কিট হওয়ার পর স্টেশনটি পুরো বিকল হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে সিটি প্লেস পুনঃস্থাপন হয়। তবে, পুরো নগরীর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয় প্রায় সন্ধ্যা ৭টায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়ায় নগরীতে বৃহস্পতিবার ১০ ঘন্টার বেশী সময় বিদ্যুৎ ছিল না। সকাল থেকে নগরীর বরইকান্দি, শেখঘাট, লামাবাজার, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, মধুশহীদ, মেডিকেল, আখালিয়াসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত হয়। এ সময়ে ১৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘন্টায়ং ৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।