হাসিনা ও আব্দুল হামিদের বক্তব্যের প্রতিবাদে ফিনল্যান্ড বিএনপির সভা
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৫৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
হেলসিংকি:: চলমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তাদের সাগরেদদের বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে যে সব বাকশালী কথাবার্তা ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে এর প্রতিবাদে ৩০ জানুয়ারি ফিনল্যান্ড বিএনপি এক প্রতিবাদ সভার আয়োজন করে।
হেলসিংকির এ প্রতিবাদ সভায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাধারণ সম্পাদক সাইফুল আলম তপন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন পাভেল, আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম ফকির, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক তাপস খান, দপ্তর সম্পাদক শামীম, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মেহদী হাসান, বিএনপি নেতা রিফাত ঢালী ও ইকবাল খান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তাগণ ২০১৪ সালের একদলীয় অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকারের বাকশালী নেতৃত্বকে দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে ফিরে আসার আহবান জানান। সেইসাথে দেশের ৮০ শতাংশ মানুষের জনপ্রিয় দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে যড়যন্ত্র বন্ধ করার কথা বলেন। এছাড়া সারাদেশে সরকারি বাহনী দিয়ে গুম-হত্যা-নিপীগন, ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কমীকে বিনা বিচারে আটক, ২০ দলীয় জোট নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও গ্রেফতারের হুমকি, বিএনপির মহাসচিবকে গ্রেফতার ও রিমান্ড প্রদানসহ বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার ব্যাপারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গণতান্ত্রিক দ্বায়িত্বশীল হওয়ার কথা বলেন।