হাসিনার বক্তব্য তার নিজের জন্যই প্রযোজ্য: খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১:৩১:১৪,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘর ছেড়ে পালানো অভ্যাস নতুন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার এই বক্তব্যে তার নিজের জন্যই প্রযোজ্য। কারণ ঘর ছেড়ে পালানো শেখ হাসিনার অভ্যাস আছে।
সোমবার রাতে বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে সাবেক সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি এই কথা বলেন।
এরআগে বিকাল ৫ টায় নিলুফা চৌধুরী মনির নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষ্যৎ করতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
নিলুফা চৌধুরী মনি বলেন, বেগম জিয়া বলেছেন, হাসিনা আমাকে বালুর ট্র্যাক দিয়ে অবরুদ্ধ করে রাখবে, আবার সমাবেশে এধরণের বক্তব্য রাখবে তা জনগণ মেনে নিবে না। হাসিনার এই বক্তব্যে জনগণ ক্ষুদ্ধ ও হতাশ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলন চলবে, হাসিনাকে কোন ছাড় দেয়া হবে না।
মনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বেগম জিয়া জীবনের শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন।