হাসপাতাল ছেড়েছেন সালাহউদ্দিন
প্রকাশিত হয়েছে : ২:৩৪:২১,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের নিগরিমস হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরপর থেকে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
আগামীকাল তাকে আদালতে তোলা হবে। আজ শিংলয়ের স্থানীয় সময় সাড়ে চারটায় সালাহউদ্দিন আহমেদকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ভাস্কর বরগাইন।
৬২ দিন নিখোঁজ থাকার পর গত ১১ই মে শিলংয়ে উদ্ধার হন বিএনপির এ নেতা। উদ্ধারের পর তিনি স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে প্রথমে শিলংয়ের সিভিল হাসপাতাল ও পরে নিগরিমস এর ভর্তি হন। হাসপাতালে তাকে পরিচর্যার জন্য স্ত্রী হাসিনা আহমেদও সালাহউদ্দিনের সঙ্গে রয়েছেন।