নাম হারুন আর রশিদ। এসএসসি ৯১ ও এইস এস সি ৯৩ ব্যাচ ফেনী সরকারি কলেজের ছাত্র ছিলেন। বর্তমান করোনা পরিস্থিতিতে অসুস্থতার জন্য বেকার হয়ে বাড়িতে অবস্থান করছেন।
২০০৯ সালে পিত্তথলিতে সমস্যা ধরা পড়ার পর দেশে ও ভারতে পরপর তিনবার অপারেশন করা হয়। কিন্তু কোন উন্নতির লক্ষণ তো দুরে থাকে বরং অবনতিই হয়েছে। বর্তমানে অভাব অনটনের সংসারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক সময়ের মেধাবী এই প্রাণবন্ত যুবক।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান হারুন আর রশিদের এখন যে অবস্থা তাতে উন্নত চিকিৎসা করানো গেলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব।
এ পর্যন্ত হারুন আর রাশিদের পরিবার চিকিৎসাবাবদ প্রায় ১০-১২ লক্ষ টাকা খরচ করেছে। কিন্তু এখন ইন্ডিয়াতে নিয়ে পরবর্তী চিকিৎসা বাবদ প্রায় ২০-২৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু নিম্নমধ্যবিত্ত পরিবারের একার পক্ষে এত টাকা বহন করা অসাধ্য।
এমতাবস্থায় তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে হারুন আর রাশিদ জানান তার চিকিৎসার চাইতেও সব চাইতে বড় যেটা প্রয়োজন তাহলো ৫ জনের সংসার নিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকা।
আপনারা চাইলে তাকে আর্থিক সহযোগীতা পাঠাতে পারেন: মোবাইল ও বিকাশ নাম্বার- ০১৮১৭৬১৬১৭৪ হারুন আর রশিদ এবং মাহমুদা আকতার ০১৮৪০০৩৭২২৫।