হরতাল চলাকালে সিলেটে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল : আটক ১
প্রকাশিত হয়েছে : ৭:১৯:৪৭,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
২০ দলীয় জোটের ডাকে দেশব্যাপী অবরোধ ও সিলেট বিভাগে সকাল-সন্ধা হরতাল চলাকালে বৃহস্পতিবার সিলেটের টুকেরবাজারে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিল শেষে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। এবং ধস্থাধস্থি করে ছুটে যেতে সক্ষম হন ছাত্রদল নেতা এসকে শাহীন। সিলেট-সুনামগঞ্জ রোডে সকাল ১০টায় অনুষ্ঠিত মিছিল শেষে টুকেরবাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিবের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা হেলাল আহমদ মাসুম ও এসকে শাহীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিসিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, জি এম সুমন, রাজ্জাক খান রাজ, খালেদ আহমদ, দেলোয়ার হোসেন, জাবেদ আহমদ, রেদোয়ান আহমদ, রাজু আহমদ অপু, দেলোয়ার হোসেন দিলু, শায়েস্তা রহমান শায়েস্তা, আব্দুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও এম ইলিয়াস আলীর সন্ধান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানকে অযথা হয়রানী বন্ধ করার দাবী জানান।-বিজ্ঞপ্তি