হরতালেও আজ এইচএসসি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ৬:০১:১৩,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আদালত মৃত্যুদণ্ড বহাল রাখায় সারাদেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াত।
তবে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যেও মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে আন্তশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় এইচএসসি, ভোকেশনালের ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবু বক্কর ছিদ্দিক বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।