হরতালকে কেন্দ্র করে গণগ্রেফতার চলছে
প্রকাশিত হয়েছে : ১২:২৩:০০,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকারের অপশাসনের চিত্র পুনরাবিত্তি করছে। হরতালকে কেন্দ্র করে সারাদেশের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতার করছে।
রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, একদলীয় দু:শাসনের চিত্র নিশ্চিত করনের লক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে সরকারের মন্ত্রীরা। একদিকে বেআইনি অস্ত্র দিয়ে সরকারের সন্ত্রাসীরা মহরা দিচ্ছে অন্যদিকে চলছে প্রশাসন দিয়ে বাধা ও গ্রেফতার। ৭৫ সালের বাকশালের আলামত দেখতে পাচ্ছি। হামলা মামলা করে বিরোধী দল দমন করা যায় না বরং আন্দোলন আরো বেগবান করবে জনগণ।
তিনি বলেন, হরতাল ঘোষণার পর থেকে সারা দেশে নির্যাতন আরো বাড়িয়ে গণগ্রেফতার শুরু করেছে। সারা দেশ থেকে প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এ সময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকলের বিরুদ্ধে রিমান্ড ও মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন তিনি।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ক্ষমতা ডাকাতি করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। সরকারের স্বৈরাচারীর শেষ পর্যায় পৌঁছেছে। গণতন্ত্র রক্ষার আন্দোলন তীব্র ভাবে বন্ধ করছে সরকার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন,শামিমুর রহমান শামীম,নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।