হবিগঞ্জ রণক্ষেত্র : আহত ২০, আটক ১০
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৩৩,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
হবিগঞ্জ প্রতিনিধি::
পৌরসভার মেয়র, জেলা বিএনপির সেক্রেটারি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জি কে গউছের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গউছকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সংঘর্ষ শুরু হয়।
গউছের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় পুলিশের ওপর চড়াও হয় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনসহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে ১০টি গাড়িও ভাঙচুর করে গউছ সমর্থকরা। এ সময় ১০ জনকে আটক করে পুলিশ। সংঘর্ষে পুলিশ ও বিএনপি নেতাকর্মিদের কমপক্ষে ২০ জনের মতো আহত হয়।
অন্যদিকে, দুপুরে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীও হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে পারেন- এমন গুঞ্জনে শহরজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। বেলা একটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ চলছিল।