হবিগঞ্জে ৬ গ্রামবাসীর সংঘর্ষ : আহত ৪০
প্রকাশিত হয়েছে : ১২:০১:৫৩,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৬টি গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ও দুপুরে ২ দফায় নিজামপুর ইউনিয়নের রতনপুর, ছোট জয়রামপুর, তেলিখাল, নিতাইর চক, কান্দিগাঁও ও দরিয়াপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রাবিয়া খাতুন (৬০), আদম আলী (৩৮), তোরাব আলী (৪৫), আজিজুর রহমান (৩৬), হাবিবুর রহমান (৪৭), আব্দুল মতিন (৪৫), আব্দুল মালিক (৩৫), নানু মিয়া (৪০), রাহেনা বেগম (৪৫), আব্দুল সালাম (২৮), মাসুম মিয়া (১৫), আলফাজ মিয়া (৩০), শাহিন মিয়া (২৫), মনা মিয়া (৬০), ফারুক মিয়া (৪৮), ময়না মিয়া (৫০) ও নুরুল ইসলামসহ (৪৫) ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রতনপুর গ্রামের একটি মসজিদ ও জায়গার দখল নিয়ে জলফু মিয়ার সঙ্গে পাশের গ্রাম নিতাইরচকের আফজল মিয়ার লোকদের দীর্ঘদিনের বিরোধ ছিল।
ওই বিরোধের জের ধরে ২ গ্রামের লোকজন শুক্রবার সকাল ১০টায় প্রথম দফা ও দুপুর ২টায় দ্বিতীয় দফা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় রতনপুর গ্রামের পক্ষে জয়রামপুর এবং তেলিখাল এবং নিতাইরচক গ্রামের পক্ষে কান্দিগাঁও ও দরিয়াপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষ লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ রাউন্ড টিয়ারগ্যাস ও ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িত অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।