হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
প্রকাশিত হয়েছে : ১২:২৪:১৬,অপরাহ্ন ০৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ শহরতলী পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান- সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিয়ালদারিয়া ও পাঁচপাড়িয়া গ্রামের ছাত্রীদেরকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো পূর্ব পইল গ্রামের কিছু বখাটে ছেলে। সোমবার সকালে শিয়ালদাড়িয়া গ্রামের কয়েক যুবক এর প্রতিবাদ করলে পূর্ব পইল গ্রামের বখাটেরা তাদের উপর হামলা করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে পূর্ব পইল ও শিয়ালদাড়িয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাঁচপাড়িয়া গ্রামের লোকজন শিয়ালদাড়িয়ার পক্ষে সংঘর্ষে যোগ দেন। খবর পেয়ে পইল গ্রামের বাসিন্দা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও সদর মডেল থানার ওসি নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশসহ স্থানীয় মুরুব্বীগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে বড় ধরণের সংঘর্ষের আশংকা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। বিষয়টি সালিশ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।