হবিগঞ্জে শিক্ষকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:০৬,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জে শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকার প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষ থেকে স্বপন মিয়া (২৮) নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শিক্ষক স্বপন হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের তোরাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, স্বপন এক বছর যাবত প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। সকালে স্কুলের অফিস কক্ষে স্বপনের মৃতদেহ পড়ে থাকতে দেখে শিক্ষক-শিক্ষার্থীরা।খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।