হবিগঞ্জে মাদকসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব
প্রকাশিত হয়েছে : ৮:০৫:১৭,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
মঙ্গলবার ২টা ২৫ মিনিটে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উপর থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ ২ জন আসামী গ্রেফতার করেছে র্যাব। আসামীদের নাম রশির মিয়া (২৯) ও মোঃ জিয়াউর রহমান (৩৭)। র্যাব জানায় উভয় আসামীদের বাড়ি ব্রাক্ষ্মনবাড়ীয়া ।
উদ্ধারকৃত মাদকসহ ও গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি