হবিগঞ্জে মাটিচাপায় দিনমজুরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:০৮,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটিচাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাছম আলী (৪৫)। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত দিনমজুর কাছম আলী উপজেলার রানীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. মতলিবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রানীগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়িতে মাটির ঘর ভাঙার কাজ করছিলেন কাছম আলী। সকাল ৯টার দিকে হঠাৎ করে ঘর ভেঙে মাটিতে চাপা পড়ে কাছম আলী ঘটনাস্থলেই মারা যান।