হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে আহত
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২২,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা এক দুধ ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের বাহার উদ্দিনের সাথে একই গ্রামের কামাল মিয়া ও রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহার উদ্দিন (৪৫) বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে দুধ নিয়ে টমটমযোগে রওয়ানা দিলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে টমটম থেকে টেনে-হেছড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের আঘাতে বাহারের বাম হাতের ২টি আঙ্গুল দ্বি-খন্ডিত হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে তার অবস্থা দেখে আহাজারি করেন।