হবিগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ১:২৭:৩৯,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের কাজী সিদ্দিক আলীর ছেলে কাজী সোহেল মিয়া (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক(৫৫) ।
আহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তানিয়া আক্তার (২০), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের মেমরাজ চাঁন (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামের হামিদা বাণু (৭০)।
তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজার থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।