হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৫:২৭:৪৭,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার গভীর রাতে মাধবপুর চৌহমনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা উল্লেখ করা হয়, ২৬ মার্চ উপজলো পরিষদ হল রুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. শাহজাহান স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন। এর সমর্থন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে পুলিশ আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।