হবিগঞ্জে অস্ত্রসহ ৯ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৩০,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বানিয়াচঙ্গের তিনজন, হবিগঞ্জ সদর উপজেলার চারজন ও লাখাই উপজেলার দুইজন রয়েছে।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, শুক্রবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চাপাতি, পাঁচটি রামদা, একটি ক্যামেরা ও লুট হওয়া বেশ কিছু শাড়িকাপড়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজ্জাত হোসেন, মাসুদুর রহমান মনিরসহ আরও অনেকে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ধরিয়াপুর গ্রামের কুদরত আলী (৩৫), একই উপজেলার পশ্চিম চরহামুয়া গ্রামের শামীম মিয়া (২৮), যমুনাবাদ গ্রামের জুয়েল মিয়া (৩৫), উচাইল চারিনাও গ্রামের বাহার মিয়া (২৮), বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের আরজু মিয়া (২৬), একই উপজেলার আমিরখানী মহল্লার ছয়ফুল মিয়া (৩০), একই গ্রামের রিয়াজ মিয়া (৩০), লাখাই উপজেলার স্বজন গ্রামের কাউসার মিয়া (৩০) এবং মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের রেশন মিয়া (২২)।