হবিগঞ্জে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৪,আহত ৩
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৫৪,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে হবিগঞ্জ-নবিগঞ্জ আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আলীগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি হবিগঞ্জ শহরে আসছিল। পথে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে এলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. লাল মিয়া (৬৫), রহিমা খাতুন (৪২), সামি মিয়া (১) ও খলিল মিয়া(৩৫) ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বলেন, সকালে হবিগঞ্জ শহরতলীর অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী অটোরিকশা ও বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। হতাহত সবাই টমটমের যাত্রী। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মডেল থানায় রাখা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।