হজে নিষিদ্ধ তাজিকিস্তানের যুবকরা
প্রকাশিত হয়েছে : ৩:২০:১৭,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
৩৫ বছরের কম বয়সীদের হজে নিষিদ্ধ করেছে তাজিকিস্তান সরকার। তাজিকদের মতো মধ্য এশিয়ার অনেক দেশের বিশ্বাস এর ফলে আইএসআইএলের মতো উগ্রপন্থী দলে যোগ দেয়া থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা যাবে। প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন ‘ধারণা’র কথা বলার এক মাসের ভেতরেই এই ঘোষণা এলো।
১৩ এপ্রিল যুবকদের হজে নিষিদ্ধের কথা জানান তাজিক সরকারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক কমিটি। তারা বলছেন, সৌদি আরব প্রত্যেক দেশ থেকে হজযাত্রী সংখ্যা কমিয়ে আনায় বয়স্কদের বেশি সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির ৮৫ লাখ জনসংখ্যার অধিকাংশই মুসলিম। তবে প্রেসিডেন্ট বারবারই ধর্মনিরপেক্ষতার কথা বলে যাচ্ছেন।
তাজিকিস্তানের ধর্মীয় কমিটি প্রতি বছরই তাদের হজে যাওয়া নাগরিকের সংখ্যা প্রকাশ করে। গত বছরও দেশটি থেকে ৮ হাজার মানুষ হজে গিয়েছিল। তবে সৌদি আরব বিশ্বের প্রতিটি দেশ থেকে হজযাত্রী কমানোর কথা বলায় এবার ৬ হাজার ৩০০ তাজিক নাগরিক হজে যেতে পারবেন।
আগেই স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করেছে তাজিকিস্তান। সেখানে নাবালকদের মসজিদে ঢোকাও নিষিদ্ধ। যার ফলে গত এক মাসে বহু ছাত্র-ছাত্রী ধর্মীয় স্কুল ছাড়তে বাধ্য হয়েছে।