স্থগিতাদেশ বাড়লো খালেদার বড়পুকুরিয়া কয়লাখনি মামলায়
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:০৯,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় আরও ৬ মাসের স্থগিতাদেশ বাড়িয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, মামলার শুনানির জন্য গত মঙ্গলবার এই বেঞ্চের ওপর দায়িত্ব অর্পন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
উল্লেখ্য, ২০০৮ সালে খালেদার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে কয়েকবার স্থগিত করেন হাইকোর্ট।