স্ত্রীর সঙ্গে কথা বলতে চান কামারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ৯:২৮:০৭,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান স্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে চান। গত সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি এই আব্দার করেন। তখন কারা সংশ্লিষ্টরা তাকে পরবর্তীতে শেষ দেখায় এ সুযোগ দেয়া হবে বলে জানান।
সূত্র জানায়, আত্মীয় স্বজনরা যখন দেখা করতে যান সে সময় কামারুজ্জামান তার স্ত্রীর সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলতে সময় চান কারা কর্মকর্তাদের কাছে। তার এই আরজিতে রাজী হননি কারা কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এটাই শেষ দেখা নয়। তার সঙ্গে আবারো দেখা করার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের। শেষ দেখার সময় তাকে স্বজনদের কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কামারুজ্জামানকে রাখা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চের পাশের কনডেম সেলে। গত সোমবার সন্ধ্যায় তার স্ত্রী, সন্তানসহ আত্মীয় স্বজনরা দেখা করতে গেলে কারা কর্মকর্তারা তাদের সেলের সামনে নিয়ে যান। কামারুজ্জামানের আত্মীয়রা গেটের বাইরে থেকে কথা বলেন। এ সময় কামারুজ্জামানকে বিচলিত দেখা যায়নি।
উল্লেখ্য, গত সোমবার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে পূর্ববর্তী রায় মৃত্যুদন্ড বহাল রাখেন বিচারপতি এসকে সিনহার বেঞ্চ। এই রায়ের প্রতিবাদেঐ দিন জামায়াত ইসলাম ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়।