স্টোভের আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৪জন
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৪৫,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বুধবার রাতে স্টোভের আগুনে দগ্ধ হয়ে গাবতলীতে ৪জন আহতের ঘটনা ঘটেছে।
রাত ৯টার দিকে গাবতলীর দ্বীপনগরের পুড়াবস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলো-শান্তা আক্তার (২০) তার মেয়ে বৃষ্টি আক্তার (৩), মো. রুবেল (১২) ও আবদুল গণি (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দগ্ধ আবদুল গণি ও রুবেল একই ঘরে থাকতেন। আর তাদের পাশের ঘরে মেয়েকে নিয়ে থাকতেন শান্তা। পাশের ঘরে স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন গণি। রান্না চাপিয়ে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন তিনি। একপর্যায়ে ওই স্টোভ থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে শান্তার শরীর বেশি দগ্ধ হয়েছে। তার অবস্থা এখন সংকটাপন্ন। এছাড়া বাকি ৩জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত ডাক্তার সালাউদ্দিন।