নিউজ ডেস্ক:: ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় প্রচারিত সিরিয়াল দেখতে না দেওয়ায় অভিমান করে একা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত একা ওই গ্রামের এশরাফুল সরকারের একমাত্র মেয়ে ও স্থানীয় পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার জানায়, একা প্রতিরাতে পড়ালেখা বাদ দিয়ে স্টার জলসায় প্রচারিত সিরিয়াল দেখতো। রোববার রাতে বাবা তাকে সিরিয়াল দেখতে নিষেধ করেন। এতে অভিমান করে রাতেই ঘরে রাখা রঙে মেশানো রাসায়নিক দ্রব্য খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এ সময় তাকে দ্রুত উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওবার সময় সে মারা যায়।
উল্লাপাড়া থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। একার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।