সৌদি আরবের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা পাকিস্তানের
প্রকাশিত হয়েছে : ১১:০৬:২৭,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: র্সৌদি আরবের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী । তিনি বলেন, তার ভাষায়, সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকির কঠোর জবাব দেবে পাকিস্তান।
ইয়েমেনে যখন সৌদি আরব আগ্রাসন চালাচ্ছে এবং সৌদি আরব নেতৃত্বাধীন যৌথ বাহিনীতে পাকিস্তান যোগ দিবে বলে যখন খবর প্রকাশিত হচ্ছে তখন এ সমর্থন দিলেন নওয়াজ শরীফ।
বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এবং বিমান বাহিনীর প্রধান সোহাইল আমানও উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল আজ সৌদি আরব যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রতিনিধি দলে পাক সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। পরিস্থিতি যাচাই করার জন্য এ প্রতিনিধি দল সৌদি আরব সফর করবে।