সৌদি আরবের প্রতিরক্ষায় সব সহায়তা দিবে তুরস্ক ও পাকিস্তান: নওয়াজ
প্রকাশিত হয়েছে : ১১:২৫:১৩,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছে, সৌদি আরবের প্রতিরক্ষার জন্য ইসলামাবাদ এবং আংকারা সম্ভাব্য সব সহায়তা দিতে সম্মত হয়েছে। পাকিস্তান এবং তুরস্ককে সৌদি আরবের ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে তুলে ধরে বলেন, প্রয়োজনের মুহূর্তে দেশটির পাশে দাঁড়াবেন তারা।
সৌদি আরবের নিরাপত্তা এবং ভৌগলিক অখণ্ডতার প্রতি তার সরকার খুবই গুরুত্ব দেয় বলেও জানান তিনি।
আংকারায় তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর সঙ্গে বৈঠকে নওয়াজ শরীফ বলেন, ইয়েমেনের অবনতিশীল পরিস্থিতি পাকিস্তান গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
দাউদওগ্লু বলেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। এ ছাড়া পাকিস্তান ও তুরস্ক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সৌদি আরব যখন ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে তখন এ সব কথা বললেন নওয়াজ শরীফ ও দাউদওগ্লু।