সৌদির সঙ্গে গৃহপরিচারিকা সংক্রান্ত চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৫৫,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
গৃহস্থালি কাজে সৌদি আরবে নারীকর্মী পাঠাতে দেশটির সঙ্গে গৃহপরিচারিকা সংক্রান্ত একটি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ‘ডোমেষ্টিক সার্ভিস ওয়ার্কার্স’ এবং ‘স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট’ নামক চুক্তির অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে চুক্তিটির অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব এম. মোশাররাফ হোসেন ভুঁইয়া বলেন, মন্ত্রিসভা ওই চুক্তির এবং নিয়োগ সংক্রান্ত চুক্তির ঘটনোত্তর অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে ইতোমধ্যে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরও বলেন, চুক্তি অনুসারে, সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে এবং ‘স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কনট্যাক্ট’ কর্মীদের জন্য অনুকূল কর্মপরিবেশ, বেতন-ভাতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।